No icon

স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল টাওয়ার সরিয়ে নিতে হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট থেকে বিশেষ প্রতিনিধিঃ

আগামী চার মাসের মধ্যে বাসা বাড়ি, স্কুল-কলেজসহ সব ভবন থেকে মোবাইল ফোনের টাওয়ার সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


গত ২৫ শে এপ্রিল সকালে মোবাইল রেডিয়েশন নিয়ন্ত্রণে ১১টি নির্দেশনা দেয় আদালত। এছাড়া চার মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বিটিআরসিকে।


এর আগে ২০১৭ সালে আইনজবী মনজিল মোরসেদ একটি রিট দায়ের করেছিলেন। সেখানে মোবাইলের টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না জানতে চাওয়া হয়।


এছাড়া সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

 

Comment As:

Comment (0)